সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

  • November 10, 2022
সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

গত ১০ই নভেম্বর, বুধবার স্বাস্থ্য সেবার মানোন্নয়নে চাই সমতা জবাবদিহিতা ও অংশগ্রহণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এবং উন্নয়নসংস্থা এ্যফরট ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা) এর উদ্যোগে বাংলাদেশ হেলথ ওয়াচ এর সহযোগিতায় এই প্রশিক্ষণটির আয়োজন করা হয় । 
সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও ইরার উদ্যোগে এবং বাংলাদেশ হেল্থ ওয়াচ-এর সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী ।


এই প্রশিক্ষনে স্বাগত বক্তব্য রাখেন, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও ইরার নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। আরো বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ফোকাল পার্সন ও ইরার প্রজেক্ট ম্যানেজার ফয়সল আহমদ, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল, বাংলাদেশ হেল্থ ওয়াচের কো-অর্ডিনেটর (ফিল্ড অপারেশন) আসমা আক্তার।


প্রশিক্ষক হিসাবে ছিলেন, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল । প্রশিক্ষণে স্বাস্থ্য কি? স্বাস্থ্য সাংবাদিকতা কেন? স্বাস্থ্য সাংবাদিকতা কেন জরুরি এর দূর্বলতা কি কি? স্বাস্থ্য বিষয়গুলো নিয়ে কি ভাবে রিপোর্ট করা যায় এ বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষক সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। 


ইরা ও বাংলাদেশ হেলথ ওয়াচ এর আয়োজনে এ প্রশিক্ষণে সুনামগঞ্জের ১৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
 

Citizen's Voice