বাগেরহাটে স্বাস্থ্য জনবল বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাটে স্বাস্থ্য জনবল বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

  • May 27, 2025
বাগেরহাটে স্বাস্থ্য জনবল বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

গেরহাট সিভিল সার্জন কার্যালয়ে আজ মঙ্গলবার “স্বাস্থ্য জনবল বিষয়ক আঞ্চলিক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ.স.ম. মো. মাহবুবুল আলম।

বাংলাদেশ হেলথ ওয়াচ-এর সহায়তায় এবং স্থানীয় উন্নয়ন সংস্থা রূপান্তরের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় বাগেরহাট জেলার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, চিকিৎসক, পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

কর্মশালার মডারেটরের দায়িত্ব পালন করেন বাংলাদেশ হেলথ ওয়াচ-এর কনসালট্যান্ট নুরুন্নবী তালুকদার। তাঁরা জানান, দেশের স্বাস্থ্যখাতে জনবল সংকট একটি দীর্ঘস্থায়ী সমস্যা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকের বিপুল পদ শূন্য রয়েছে। বিশেষ করে ইউনিয়ন সাব-সেন্টারে প্রায় ৮৯% চিকিৎসকের পদ ফাঁকা রয়েছে।

কর্মশালায় আরও জানানো হয়, বর্তমানে দেশে সরকারি পর্যায়ে অনুমোদিত চিকিৎসকের সংখ্যা প্রায় ২৯,৩৬৬ জন হলেও এর একটি বড় অংশ শহরভিত্তিক। গ্রামীণ এলাকায় জনসংখ্যার তুলনায় চিকিৎসক নিযুক্তির হার খুবই কম, যা চিকিৎসা সেবা নিশ্চিত করতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা জনবল সংকট, চিকিৎসকের অনুপস্থিতি, দুর্বল অবকাঠামো ও আবাসন সমস্যাসহ বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। তারা কার্যকর নীতিমালা প্রণয়ন, স্বচ্ছ নিয়োগ ও চিকিৎসকদের মাঠপর্যায়ে ধরে রাখার জন্য বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেন।

কর্মশালার শেষ অংশে দলভিত্তিক আলোচনায় জনবল ব্যবস্থাপনার সমস্যা ও সম্ভাব্য সমাধান তুলে ধরা হয়। কর্মশালার সমাপনী বক্তব্যে সিভিল সার্জন ডা. মাহবুবুল আলম বলেন, "জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য জনবল ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।"

Citizen's Voice