বাংলাদেশ হেলথ ওয়াচের কার্যকরী দলের খাগড়াছড়ি জেলার বিভিন্ন কর্মসূচী পরিদর্শন

বাংলাদেশ হেলথ ওয়াচের কার্যকরী দলের খাগড়াছড়ি জেলার বিভিন্ন কর্মসূচী পরিদর্শন

  • July 26, 2022
বাংলাদেশ হেলথ ওয়াচের কার্যকরী দলের খাগড়াছড়ি জেলার বিভিন্ন কর্মসূচী পরিদর্শন

“স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ” এই প্রতিপাদ্যে-
খাগড়াছড়ি জেলা ও মহালছড়ি উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের কর্মসুচি পরিদর্শনের জন্য বাংলাদেশ হেলথ ওয়াচ এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ২৬-২৭ জুলাই ২০২২ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ২৬ জুলাই বিকাল ৫:৩০ টায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাথে বাংলাদেশ হেলথ ওয়াচ প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হেলথ ওয়াচ এর প্রোগ্রাম অফিসার রাজেশ কুমার অধিকারীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জাবারাং সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা। অতিথি ও ফোরাম সদস্যদের পরিচিতি পর্বের মধ্য দিয়ে সভা শুরু হয়। জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি সাধন কুমার চাকমা ২০২২ সালের কর্মপরিকল্পনা অনুসারে অগ্রগতি ও ভবিষ্যত করণীয় বিষয় উপস্থাপন করেন।

বাংলাদেশ হেলথ ওয়াচ এর অহবায়ক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. আহমেদ মোশতাক রাজা চৌধুরী জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এবং জাবারাং কল্যাণ সমিতিকে স্বাস্থ্য অধিকার আন্দোলনকে এগিয়ে নেয়ার জন্য স্বাগত জানান। ২০২২ সালের নির্ধারিত প্রত্যাশা বাস্তবায়নে তিনি স্বল্প মেয়াদী, মধ্য মেয়াদী ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করে বাস্তবায়নের পরামর্শ দেন। বাংলাদেশ হেলথ ওয়াচের পরামর্শক ডা. ইয়াসমিন আহমেদ জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্যদের দক্ষতাবৃদ্ধির জন্য বাংলাদেশ হেলথ ওয়াচ কী করতে পারে জানতে চাইলে ই্য়ূথ সদস্যরা লিডারশীপ ট্রেনিং, এডভোকেসি ট্রেনিং। এছাড়াও কিশোরী ও নারী স্বাস্থ্য সম্পর্কে দক্ষতা বৃদ্ধির ও জন্য বিষয় ভিত্তিক প্্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা জানান। অতিথিগণের প্রস্তাবনার আলোকে সভায় খাগড়াছড়ি জেলার  রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতির পরিবেশ বিবেচনায় কর্মসুচিগুলো বাস্তবায়ন করতে হবে বলে ফোরামের সহসভাপতি অংপ্রু মারমা তাঁর মত প্রকাশ করেন। 

Citizen's Voice