বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ উপলক্ষে খাগড়াছড়িতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ উপলক্ষে খাগড়াছড়িতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • April 7, 2025
বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ উপলক্ষে খাগড়াছড়িতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এবং জেলা পরিষদের সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি ও র‌্যালি-পরবর্তী আলোচনা সভার আয়োজন করা হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জিরুনা ত্রিপুরা র‌্যালির শুভ উদ্বোধন করেন। র‌্যালিটি খাগড়াছড়ি শহরের ভাঙ্গাব্রিজ মোড় ঘুরে আবার সিভিল সার্জনের কার্যালয়ে ফিরে আসে।

"জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত" এ প্রতিপাদ্যকে সামনে রেখে  সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি জনাব সাধন কুমার চাকমা।

সভায় বক্তারা কমিউনিটি ক্লিনিকগুলোর ওষুধ সরবরাহের মানোন্নয়ন, চিকিৎসা সেবার সম্প্রসারণ এবং দুর্গম এলাকার মানুষের জন্য জরুরি স্বাস্থ্যসেবা সহজলভ্য করার ওপর জোর দেন।

জনাব সাধন কুমার চাকমা তাঁর বক্তব্যে বলেন, "প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে সরকার প্রদত্ত বিনামূল্যে স্বাস্থ্যসেবা লাভ করতে পারেন, সে লক্ষ্যে স্বাস্থ্যকর্মীদের আরও আন্তরিক হতে হবে। বিশেষ করে প্রসবকালীন জরুরি সেবা পেতে অনেক নারী হাসপাতালে পৌঁছাতে না পারার দুঃখজনক চিত্র এখনো বিদ্যমান।" তিনি আরও বলেন, "এই বছরের প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী। জন্মের সময় নিরাপত্তা নিশ্চিত করা হলে ভবিষ্যৎ প্রজন্ম হবে সুস্থ ও সচেতন। বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ উপলক্ষে খাগড়াছড়িতে আয়োজিত এ আয়োজন শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ছিল স্বাস্থ্যসেবার প্রসারে স্থানীয় অংশগ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির একটি কার্যকর উদ্যোগ। স্বাস্থ্যকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে - এমনটাই প্রত্যাশা রইলো।

Citizen's Voice