বরগুনায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

বরগুনায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

  • May 31, 2023
বরগুনায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার প্রতিরোধে গণসচেতনতামূলক সাইকেল র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ মে ২০২৩ তারিখ বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে সাইকেল র‌্যালি শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু। আলোচনায় অংশ নেন স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি ও লোকবেতারের প্রতিষ্ঠাতা মনির হোসেন কামাল, ডা. ইউনুছ আলী, অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক, শেরে-বাংলা মেডিকেল কলেজ, জনাব সামসুউদ্দিন খান, জাকির হোসেন মিরাজ, সুজাউদ্দৌলা, আহসানিয়া মিশনের কর্মকর্তা মাহবুবুর রহমান, বিডিক্লিন-এর আশরাফুল ইসলাম, ইমামুল প্রমুখ।

amak_mukto_dibosh

আলোচক ও অংশগ্রহণকারীরা নিজ নিজ পরিবার, স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার প্রতিরোধে সামাজিক আন্দোলন করার অঙ্গীকার করেন। 

Citizen's Voice