অদ্য ২৫ জুন ২০২৫, বাংলাদেশ হেলথ ওয়াচ ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের যৌথ উদ্যোগে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এক বিশেষ সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির প্রতিপাদ্য ছিল ব্যক্তিগত স্বাস্থ্য ও সুরক্ষা।
ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয় দুপুর ১টায় এবং সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: গোলেনুর বেগম। সার্বিক সহযোগিতায় ছিলেন সলিডারিটির কো-ফোকাল পার্সন সুনীল কুমার দাস। সেশন পরিচালনা করেন গাইনী বিশেষজ্ঞ ও এসআরএইচআর (SRHR) স্পেশালিস্ট ডা. নাসরিন বেগম।
আলোচ্য বিষয়:
সেশনে অংশগ্রহণকারী ২৯ জন শিক্ষার্থীকে ডা. নাসরিন বেগম মাসিক-সম্পর্কিত স্বাস্থ্য সমস্যার জন্য ব্যক্তিগতভাবে প্রেসক্রিপশন প্রদান করেন এবং ভবিষ্যতে প্রয়োজন হলে পরামর্শ দেওয়ার আশ্বাস দেন।
সেশনের শেষভাগে সকল অংশগ্রহণকারীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
প্রধান শিক্ষক, আয়োজক প্রতিষ্ঠান এবং অংশগ্রহণকারীরা এই আয়োজনের জন্য বাংলাদেশ হেলথ ওয়াচ ও সলিডারিটিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির প্রত্যাশা জানান।
Citizen's Voice