চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকারে তরুণ নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকারে তরুণ নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ

  • November 22, 2022
চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকারে তরুণ নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ

‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ’- এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকারে তরুণ নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলাশহরের বেলেপুকুরে নকীব হোসেন মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া। এসময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা আজকে ট্রেনিংয়ের মধ্যে থাকবে, সেই তোমরা, গতকালের তোমরা আর আগামীকালকের তোমরা একটু আলাদা হয়ে যাবে। তোমার মধ্যে এমন একটা ভাবনা আসবে, যেটা তোমাকে অন্যরকমভাবে ভাবতে শেখাবে, তোমার সমাজকে নিয়ে ভাবতে শেখাবে। তিনি আরো বলেন, তোমাদের যারা বন্ধু-বান্ধব আছে, তাদের থেকে তোমরা একটু আলাদা। যেদিন থেকে তোমরা যুব ফোরামের সাথে যুক্ত হয়েছ সেদিন থেকে তোমাদের চিন্তা-ভাবনা আলাদা হচ্ছে। যুব ফোরামে এসে তোমরা জানতে পেরেছ যে, সমাজের প্রতি তোমাদের একটা দায়িত্ব আছে। তিনি আরো বলেন, আমরা এখানে সেতুর মতো কাজ করছি।

প্রশিক্ষণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক এবং প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম অফিসার মো. আবু তৈয়ব, স্বাস্থ্য অধিকার ফোরাম চাঁপাইনবাবগঞ্জের ফোকাল পার্সন ও প্রয়াসের কর্মসূচি ব্যবস্থাপক ফারুক আহমেদ।  দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন মো. ওমর ফারুক ও জান্নাতুন নাইম।

বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় প্রশিক্ষণের আয়োজন করে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রশিক্ষণে জেলা ও উপজেলা যুব স্বাস্থ্য অধিকার ফোরামের ২৫ জন অংশগ্রহণ করেন।

Citizen's Voice