চাপাঁইনবাবগঞ্জ জেলা ও উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

চাপাঁইনবাবগঞ্জ জেলা ও উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • May 10, 2023
চাপাঁইনবাবগঞ্জ জেলা ও উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে গত ১০.০৫.২০২৩ তারিখে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহোযোগিতায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এর সভাপতি প্রফেসর রাজিয়া সুলতানার সভপতিত্বে জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম ও উপজেলা স্বাস্থ্য যুব অধিকার ফোরামের বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফোকাল পারসন ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন, বাংলাদেশ হেলথ ওয়াচের ফিল্ড অপারেশন কর্ডিনেটর আসমা আকতার ও বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগাম অফিসার আবু তৈয়ব। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তেব্য জনাব হাসিব যুবদের কর্মপরিকল্পনা সমূহকে সারা বছর ব্যাপি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার জন্য ফোরামের পক্ষ  থেকে সার্বিক সহযোগিতা করার প্রয়াস ব্যক্ত করেন। আসমা আকতার যুব ফোরামের সদস্যদের কে স্বাস্থ্য অধিকার ফোরামের সাথে আরো একাত্না হয়ে উদ্ভাবনী সক্ষমতার বিষয়টির উপর জোরারোপ করেন। সভাপতি তার বক্তব্যে বলেন- " কর্মপরিকল্পনা সারা বছরের কার্যক্রম কে সহজ ও গতিশীল রাখে। পরিকল্পনা অনুসারে যদি যুব ফোরামের সদস্যবৃন্দ আগামী এক বছর কাজ চালিয়ে নিতে পারে তবে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের নেতৃত্বে চাপাঁই নবাবগঞ্জবাসী স্বাস্থ্য সেবার মানোন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়ন কিছুটা হলে ও সম্ভব "। জেলা সাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা ও উপজেলা যুব ফোরামের অন্তর্ভুক্ত নতুন সদস্যদের স্বাগত জানান।  অনুষ্ঠানে কর্মপরিকল্পনা উপস্থাপন সহ অন্যান্য এজেন্ডা সমূহ আলোচনা করেন প্রোগাম অফিসার আবু তৈয়ব।  

সভার সিদ্ধান্তসমূহ- 
১. জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম এর সমন্বয়কারী নাফিউল ইসলাস নাফি ও উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের নাজিউর রহমান মিটিং মিউনিটস লেখার জন্য সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।
২. জেলা ও উপজেলা যুব ফোরামের সমন্বয়কারীবৃন্দ সহ অন্যান্য সদস্যবৃন্দ যাতায়াত ভাড়া বরাদ্দ বৃদ্ধির মতামত ব্যক্ত করেন।  
৩. নতুন অন্তর্ভুক্ত সদস্যরা হলেন - জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম এর আবরার হামীম, আজমারুল ইসলাম নয়ন, সৈয়দ আল আবির, সৈয়দা সাদিকা ইসলাস সূচনা, মোছাম্মৎ আশরিফা খাতুন। উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের মোঃ নাবিউল ইসলাম, মোসাস্মৎ শিরিণ খাতুন,  মোহাম্মদ রবিউল ইসলাম। 
৪. ফোকাল পারসন ফারুক হোসেন যুব অধিকার ফোরামের সদস্যদের আইডি কার্ডের তথ্যসমূহ আগামী ২০ মে ২০২৩ এর মধ্যে বাংলাদেশ হেলথ ওয়াচ সচিবালয়ে পাঠাবেন। 
৫. জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়নকারী নাফিউল নাফি,  শাহীনা আক্তার হ্যাপী, আক্তার জাহান, আতাউল্লাহ, মাসুমা,  বিপাশান ও সাদিকা'র নেতৃত্বে জেলা হাসপাতাল পর্যবেক্ষন টিম গঠিত হয়।  উক্ত টিমের সদস্যবৃন্দ প্রতিমাসে একটি হাসপাতাল পর্যবেক্ষণ এর উপর একটি রিপোর্ট তৈরি করে তা বাংলাদেশ হেলথ ওয়াচ সচিবালয়ে পাঠাবেন। 
৬. উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী শ্যামল বর্মণের সাথে সামিউল বশির, আসিফা, সোহাগী ও নাজিউর রাহমানের নেতৃত্বে উপজেলা স্বাস্থয কমপ্লেক্স পর্যবেক্ষণ দল গঠিত হয়। উক্ত টিমের সদস্যবৃন্দ প্রতিমাসে একটি হাসপাতাল পর্যবেক্ষণ এর উপর একটি রিপোর্ট তৈরি করে তা বাংলাদেশ হেলথ ওয়াচ সচিবালয়ে পাঠাবেন। 
৫. নিরাপদ মাতৃত্বদিবস ২০২৩ উদযাপনের জন্য যুব ফোরামের পক্ষ থেকে প্রস্তাবনা সমূহ হলো - (ক) লিফলেট ও পোস্টার বিতরণ (খ) ব্লাড ডোনেশন ক্যাম্পেইন পরিচালনন (গ) গর্ভবতী ও প্রসূতি মায়েদের বাড়ির সামনে বিশেষ স্টিকার লাগানো (ঘ) গম্ভীরার মাধ্যমে সচতেনতামূলক প্রচারণা চালানো 

অন্যান্য- 
১. যুব ফোরামের সদস্যবৃন্দ জেলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার জন্য প্রচারণামূলক পোস্টার/ফেস্টুন তৈরি করার বিষয়ে একমত হন। বাংলাদেশ হেলথ ওয়াচ সচিবালয় পোস্টার/ফেস্টুনের ডিজাইন তৈরি ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি তা ছাপিয়ে দেবার বিষয়ে একমত হয়। 
২. জেলা স্বাস্থ্য অধিকার নেতৃত্বে চাপাঁই নবাবগঞ্জবাসীর স্বাস্থ্য সেবার মানোন্নয়নে যুব ফোরামের সদস্যবৃন্দ জেলা স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে সৃজনশীল উদ্যোগের সাথে যুক্ত থাকার বিষয়ে মতামত প্রদান করেন উপস্থিত সকল যুব সদস্য।  
৩. প্রয়াসের পক্ষ থেকে স্বাস্থ্য অধিকার বার্তার দুটি সংখ্যা সকল সদস্যদের সৌজন্য সংখ্যা বিতরণ করা হয়। 
সঞ্চালক ফারুক আহমেদ এর সঞ্চালনায়  উপজেলা ও জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী শ্যামল বর্মণ ও নাফিউল ইসলাম নাফীর সমাপনী বক্তেব্যের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়। 

রিপোর্ট প্রস্তুতকারী - 
১. শ্রীমতি বিপাশা,  সদস্য, জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম
২. নাজিউর রহমান, সদস্য, উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম

Citizen's Voice