হাতিয়া পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে ব্যবস্থাপনা সভা অনুষ্ঠিত

হাতিয়া পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে ব্যবস্থাপনা সভা অনুষ্ঠিত

  • May 23, 2025
হাতিয়া পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে ব্যবস্থাপনা সভা অনুষ্ঠিত

স্থান: বাগুয়া পুরাতন অনন্তপুর পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র, হাতিয়া ইউনিয়ন, উলিপুর, কুড়িগ্রাম
বাংলাদেশ হেলথ ওয়াচ-এর সহযোগিতায় ও সলিডারিটি-এর আয়োজনে হাতিয়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রের ম্যানেজমেন্ট কমিটির সদস্য মোঃ সামিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন সলিডারিটির কো-ফোকাল পার্সন সুনীল কুমার দাস
আলোচনা বিষয়সমূহ:

  • শুভেচ্ছা বিনিময়
  • কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ও সমস্যা পর্যালোচনা
  • সমস্যা সমাধান বিষয়ক মতামত

চিহ্নিত সমস্যা:

  • ল্যাট্রিনের অকার্যকারিতা
  • লোকবল সংকট
  • প্রয়োজনীয় ওষুধের ঘাটতি
  • বিলবোর্ড না থাকা

প্রস্তাবিত সমাধান:

  • ল্যাট্রিন সংস্কার: আগামী বাজেটে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর থেকে সমাধানের আশ্বাস।
  • লোকবল সংকট: ইতিমধ্যে জেলা উপপরিচালকের নিকট আবেদন করা হয়েছে, জুনের মধ্যে সমাধানের প্রত্যাশা।
  • ঔষুধ সংকট: বিষয়টি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার দপ্তরে অবহিত, সমাধান প্রক্রিয়াধীন।
  • বিলবোর্ড স্থাপন: উপজেলায় বাজেটের অভাবে বিলবোর্ড স্থাপন সম্ভব হয়নি। এজন্য বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতা কামনা করা হয়েছে।

সভা শেষে সলিডারিটির প্রতিনিধি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, স্থানীয় স্বাস্থ্যসেবা উন্নয়নে এ ধরনের পর্যালোচনা সভা নিয়মিত আয়োজন করা হবে।

Citizen's Voice