জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম এর কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম এর কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • April 16, 2023
জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম এর কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম কর্মপরিকল্পনা সভা আজ ১৬ এপ্রিল, ২০২৩ এফোর্টস ফর রুরাল ডেভেলপমেন্ট ( ইরা)  এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। যুব ফোরাম এর সমন্বয়কারী মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকার ফোরামের যুব বিষয়ক সম্পাদক মো: শেরু জামান যুব ফোরামের যুগ্ম সমন্বয়কারী তাহমিনা আক্তার, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগাম ম্যানেজার মোঃ মোরশেদ আলম, প্রোগাম অফিসার আবু তৈয়ব, ব্র্যাক জেপিজি এর গবেষণা সহযোগী  ডাঃলামিসা রহমান সহ অন্যান্য।।
রিজিওনাল চ্যাপ্টার সুনামগঞ্জ এর ফোকাল পারসন ফয়সাল ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বিএইচডব্লিউ এর প্রোগাম অফিসার আবু তৈয়ব কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। পরর্বতীতে প্রোগাম ম্যানেজার মোঃ মোরশেদ আলম  যুব ফোরামের নতুন সদস্যদের বিএইচডব্লিউ এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন। নতুন সদস্য রা হলেন – 

১.সৈয়দা আলমতাজ বেগম
২.মোছা: শাহানা
৩.জেসমিন আাক্তার
৪.মাছুমা খাতুন
৫.গীতা বর্মণ মিথীলা
৬.তাহসিন জামান
৭.শিহাব
৮.মো: নজরুল ইসলাম। 

এছাড়া বাংলাদেশ হেলথ ওয়াচের ক্যাম্পেইন ও সচেতনামূলক কর্মকান্ডের কৌশল সমূহ মোঃ আলম যুব ফোরামের সদস্যদের অবহিত করেন। আগামী ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপনের জন্য যুব ফোরামের সদস্যবৃন্দ স্বাস্থ্য অধিকার ফোরামের সাথে সমন্বয় করে ক্যাম্পেইন পরিচালনা করবে বলে মতামত প্রদান করেন যুব ফোরামের সদস্য সোয়েব আবেদীন । 
অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে সিটিজেন ভয়েস ও অবজারবেশন চেক লিস্ট সম্পর্কে ফোরামের সদস্যদের সম্যক ধারণা প্রদান করেন হেলথ ওয়াচের প্রোগাম অফিসার আবু তৈয়ব।  
সভার সিদ্ধান্ত সমূহ- 
১. নতুন অন্তর্ভুক্ত সদস্যদের অনলাইন মিটিং এর মাধ্যমে হেলথ ওয়াচের কর্মকান্ড সম্পর্কে অবহিতকরণ করা হবে। 
২. নতুন সদস্যদের পূর্ণাঙ্গ জীবন বিবররণী সহ কমিটিতে অন্তর্ভুক্তিকরণ এর প্রত্যায়ন সমন্বয়কারী মোঃ ফারুক হোসেন ও যুব বিষয়ক সম্পাদক আগামী ১৫ দিনের মধ্যে স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতির অনুমোদন নিয়ে বাংলাদেশ হেলথ ওয়াচ সচিবালয়ে জমা দিবেন।
৩. সিটিজেন ভয়েস এ ছবি ও ভিডিও  আপলোড করার সুবিধা চালু করার পক্ষে মতামত প্রদান করেন প্রায় সকল সদস্য।
৪. নতুন ও পুরাতন সদস্যদের আইডি কার্ড আগামী ১০ কর্মদিবসের মধ্যে ফোকাল পারসন ইরা'র মোঃ ফয়সাল ফাহিম বাংলাদেশ হেলথ ওয়াচ সচিবালয়ে জমা প্রদান করবেন।  
৫. যুব ফোরামের যুগ্ম সমন্বয়কারী তাহমিনা আক্তার ও সোয়েব আবেদীন সভার রিপোর্ট তৈরি করবেন।
৬. যুব সমন্বয়কারী ফারুক হোসেনের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট ৩ টি গুচ্ছ টিম তৈরি করবেন এবং প্রতিমাসে অন্তত ১ টি রিপোর্ট প্রদান করবেন।  
৭. ক্যাম্পেইন ও সচেতনামূলক কর্মকান্ড পরিচালনার জন্য নিজস্ব ও উদ্ভাবনী আইডিয়া থাকলে সেটা স্বাস্থ্য অধিকার ফোরামের সাথে পরামর্শক্রমে আয়োজন করা যাবে। এবং অবশ্যই বাজেট এর মধ্যে সম্পন্ন করা হবে 

তাহমিনা আক্তার
যুগ্ম সমন্বয়কারী 
জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম,  সুনামগঞ্জ

Citizen's Voice