খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে সাম্প্রতিক সময়ে সকালের নিয়মিত চিকিৎসা সেবার বাইরেও বৈকালিক চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম চালু হয়েছে। মূলত দুরবর্তী ও দুর্গম এলাকার চিকিৎসাসেবা প্রার্থীদের সুবিধার কথা চিন্তা করেই হাসপাতাল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহন করেছে। কারণ, প্রায়শই দেখা যায় সদর উপজেলার দুরবর্তী এলাকা কিংবা অন্যান্য উপজেলা থেকে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। তখন আর হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের পাওয়া যায় না। এই সমস্যার উত্তোরণ ঘটিয়ে সার্বক্ষণিক হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সেবাপ্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যেই মূলত এই শুভ উদ্যোগ গ্রহন করা হয়েছে। কিন্তু পর্যাপ্ত প্রচার ও প্রচারণার অভাবে এই উদ্যোগের কথা জেলাবাসীর অনেকের কাছেই অজানা ছিলো। তাই খাগড়াছড়ি সদও হাসপাতালের বৈকালিক চিকিৎসা সেবা প্রদানের সংবাদ জেলার সকল সেবা গ্রহীতাদের নিকট পৌঁছানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনার প্রেক্ষিতে খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম কর্তৃক চিকিৎসকগণের বৈকালিক চিকিৎসাসেবা প্রদানের রোস্টার সম্বলিত ফেস্টুন খাগড়াছড়ির জেলার সকল গুরুত্বপূর্ণ জায়গায় টাঙ্গানোর একটি সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এই সিদ্ধান্তের আলোকে চিকিৎসকগনের নাম, পদবী ও সেবাদানের বার সম্বলিত ৩০ টি ফেস্টুন প্রিন্ট করা হয়। যার মধ্যে ১০ টি ফেস্টুন মহালছড়ি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টাঙ্গানো হয়েছে এবং বাকী ২০ টি ফেস্টুন টাঙ্গানো হয়েছে খাগড়াছড়ি সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল জায়গায়। ফেস্টুন টাঙ্গানোর কাজে সহযোগিতা করেছেন জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম ও মহালছড়ি উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম-এর সদস্যবৃন্দ।
Citizen's Voice