খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অধিপরমার্শ সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অধিপরমার্শ সভা অনুষ্ঠিত

  • May 23, 2023
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অধিপরমার্শ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ হেলথ ওয়াচ ও জাবারাং কল্যাণ সমিতির সহযোগিতায় খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অধিপরমার্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৩মে) সকাল ১১টায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনিক জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডাঃ শহীদ তালুকদার।

এসময় জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি সাধন কুমার চাকমার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিনিয় কনসালটেন (গাইনি) ডাঃ জয়া চাকমা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রিপল বাপ্পী চাকমা, ডা. পূর্ণ জীবন চাকমা, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি অংপ্রু মারমা, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম অফিসার (নেটওয়াকিং এন্ড লিঁয়াজো) রাজেশ কুমার অধিকারী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ’র গবেষক লামিসা রহমান,জাবারাং কল্যাণ সমিতির কর্মসূচি সমন্বয়কারী ও বাংলাদেশ হেলথ ওয়াচের ফোকাল পার্সন বিনোদন ত্রিপুরা, জাবারাং’র প্রশাসনিক কর্মকর্তা ধনেশ্বর ত্রিপুরা প্রমুখ।

shastho_sebar_manunnoyon_odhiporamorsho_sobha

এসময় মানসম্মত সেবা প্রদানে বিভিন্ন প্রতিবন্ধকতা আছে বলে উল্লেখ করেন কর্তৃপক্ষ।যেমন: অত্যাধুনিক যন্ত্রপাতির অপ্রতুলতা। প্যাথলজি আধুনিকীকরনে অটোমেশন সফটওয়্যার এবং দক্ষ জনবলের অভাব।  কর্মকর্তা-কর্মচারীদের পর্যাপ্ত আবাসনের সুব্যবস্থা না থাকা এবং যাতায়াতের জন্য যানবাহনের ব্যবস্থা না থাকা। নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের জন্য আলাদা সংযোগের ব্যবস্থাকরণের অভাব, ২৫০ শয্যার হাসপাতালের ১২তলা ভবনের কাজ ধীর গতিতে অগ্রসর। গণপূর্ত বিভাগ কর্তৃক হাসপাতালের সংস্কার ও মেরামত সংক্রান্ত কাজে হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তার সহিত সমন্বয় না করা। কোভিড-১৯ টিকা কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদনের জন্য আলাদা রুমের অপ্রতুলতা। মানসম্মত স্টোর রুমের অভাবের কারণে ঔষধ ও অন্যান্য আনুষাঙ্গিক যন্ত্রপাতি সংরক্ষণে অসুবিধা এবং জনবল সংকট রয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
 

Citizen's Voice