খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

  • July 27, 2022
খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

স্বাস্থ্য সেবার মানান্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ । এই শিরোনামে খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এবং জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে বাংলাদেশ হেলথ ওয়াচ এর সহযোগিতায় পৌরসভার কনফারেন্স রুমে দিনব্যাপী স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া ও সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী । আরো ছিলেন জাবারাং কল্যাণ সমিতির কর্মসূচি সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা । প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন প্রথম আলো’র বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল।

প্রশিক্ষণে স্বাস্থ্য কি? স্বাস্থ্য সাংবাদিকতা কেন? স্বাস্থ্য সাংবাদিকতা কেন জরুরি এর দূর্বলতা কি কি? স্বাস্থ্য বিষয়গুলো নিয়ে কি ভাবে রিপোর্ট করা যায় এ বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। এসময় কমিউিনিটি স্বাস্থ্য সেবা, প্রসূতি মা, নবজাতক শিশু ও শিশুদের পুষ্টিসহ জনস্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক নানা দিক উঠে আসে আলোচনায়।

প্রশিক্ষণ শেষে অংশ গ্রহণকারীদের মধ্য সনদপত্র বিতরন করা হয়। বাংলাদেশ হেলথ ওয়াচ ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামসমূহ দেশের ৮টি রিজিওনাল চ্যাপ্টারে সহযোগী সংস্থার মাধ্যমে ধারাবাহিকভাবে এই প্রশিক্ষণটি আয়োজন করছে। ইতোমধ্যে আরো ৩টা ট্রেইনিং হয়েছে মানিকগঞ্জ, বরগুনা, বাগেরহাটে।

Citizen's Voice