খাগড়াছড়িতে স্বাস্থ্য অধিকার ফোরামের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে স্বাস্থ্য অধিকার ফোরামের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • March 23, 2023
খাগড়াছড়িতে স্বাস্থ্য অধিকার ফোরামের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ২৩মার্চ ২০২৩ সকালে জাবারাং’র আয়োজনে খাগড়াপুরস্থ জাবারাং রিসোর্স সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। 
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব ফোরামের সদস্যদের অংশগ্রহণে এপ্রিল/২৩ মাসের কর্ম পরিকল্পনা, আগামী ৭এপ্রিল-২০২৩ স্বাস্থ্য দিবসে ফোরামের অংশগ্রহণ ও কর্মসূচি উদ্যোগ নেওয়া, সামাজিক দায়বদ্ধতা টুল সহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ, প্রস্তাব ও আলোচনা করা হয়।

এসময় খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও প্রাক্তন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সাধন কুমার চাকমার সভাপতিত্বে বাংলাদেশ হেলথ ওয়াচ এর প্রোগ্রাম অফিসার মো. আবু তৈয়ব, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি ও খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা, জাবারাং কল্যাণ সমিতির কোঅর্ডিনেটর ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ফোকাল পার্সন বিনোদন ত্রিপুরা, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের যুব সংগঠন বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন কায়েশ, সদস্য ননিকা চাকমা, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য সচিব ও সাংবাদিক মিল্টন চাকমা, প্রচার ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মো. শাহাদৎ হোসেন, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের তথ্যায়ন সম্পাদক দহেন বিকাশ ত্রিপুরা,উপজেলা যুব ফোরামের যুগ্ম সমন্বয়কারী অগ্রেন জয় ত্রিপুরা সহ জেলা ও উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে পুরাতন যুব সদস্যদের আইডি কার্ড বিতরণ এবং যুব ফোরামের নতুন কমিটি অনুমোদন দেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি সাধন কুমার চাকমা। 

প্রতিবেদক-
দহেন বিকাশ ত্রিপুরা
তথ্যায়ন সম্পাদক
জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম, খাগড়াছড়ি।

Citizen's Voice