করোনাভাইরাস সংক্রমণরোধে দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে | সরকারের উদ্যোগে ওয়ার্ড পর্যায় পর্যন্ত এই কার্যক্রমকে সহায়তা করার লক্ষ্যে সলিডারিটি এবং বাংলাদেশ হেল্থ ওয়াচ এর সহায়তায় কুড়িগ্রাম জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, জেলা সদর পৌরসভা,উলিপুর উপজেলাসদর এবং উলিপুরের হাতিয়া ইউনিয়নে টিকার নাম রেজিস্ট্রেশন কাজে সহায়তা করছে |
বাংলাদেশ হেলথ ওয়াচের অনুপ্রেরণায় গঠিত হাতিয়া ইউনিয়ন স্বাস্থ্য অধিকার যুব ফোরামের নেতৃত্বে তরুণ ছাত্রছাত্রী এবং উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যরা বিনামূল্যে করোনা ভ্যাক্সিন নিবন্ধন ক্যাম্প পরিচালনা করছে । হাতিয়া ইউনিয়নের অনন্তপুর হাইস্কুল, ইউপি প্রাঙ্গণ, অনন্তপুর ব্রিজেরপাড়, অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট পাঁচটি গ্রামে করোনা টিকা নিবন্ধন ক্যাম্প পরিচালনা করছে | পর্যায়ক্রমে অন্যান্য গ্রামেও তাদের কার্যক্রম বিস্তৃত হচ্ছে |
গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে বয়স্ক নারী-পুরুষ, প্রতিবন্ধী যাদের হাতের নাগালে ইন্টারনেট সুবিধা নেই, তাদের সহযোগিতা করার জন্য বাংলাদেশ হেলথ ওয়াচ এবং সলিডারিটির সহায়তায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এই উদ্যোগ গ্রহণ করেছে । নিবন্ধন কর্মসূচিকে সফল করার জন্য হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বি এম আবুল হোসেন, ইউপি সদস্য জয়নাল আবেদিন ৬ নং ওয়ার্ডের ক্যাম্পটি উদ্বোধন করেন |
এছাড়াও উলিপুর উপজেলার বিশিষ্ট রাজনীতিক, উলিপুর উপজেলা বণিক সমতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উলিপুর উপজেলার নিবন্ধন কেন্দ্রটির উদ্বোধন করেন | ৬-৮ আগস্ট ২০২১ তিনদিনের নিবন্ধন ক্যাম্পের মাধ্যমে হাতিয়া ইউনিয়নের এক হাজার ছয়শত নারী-পুরুষের নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং গণটিকা প্রদানের প্রথম দিনেই একহাজার জন প্রথম ডোজ টিকা পেয়েছে |
নিবন্ধন ক্যাম্পগুলো পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান, মাহিদুল ইসলাম, অঞ্জলি বালা, রুবিনা বেগম প্রমূখ | সার্বিকভাবে সহযোগিতা করছেন কমলা রানী পাল, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা স্বপন সরকার ভকত, সলিডারিটির নির্বাহী পরিচালক হারুন অর রশিদ লাল |
Citizen's Voice