মানিকগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

মানিকগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

  • June 29, 2022
মানিকগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

স্বাস্থ্য সেবার মানান্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ । এই শিরোনামে মানিকগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এবং বারসিকের উদ্যোগে বাংলাদেশ হেলথ ওয়াচ এর সহযোগিতায় শিল্পকলা একাডেমির কনফারেন্স রুমে দিনব্যাপী স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এর সভাপতি ডাঃ পঙ্কজ কুমার, এ্যাডঃ দীপক কুমার ঘোষ ও প্রশিক্ষক হিসাবে ছিলেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল।  

আরো ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী, সাবেক সাধারন সম্পাদক ও সুশাসনের জন্য নাগরিক এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সহ সভাপতি গাজী ওয়াজেদ আলম লাবলু, জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এর সাধারণ সম্পাদক বিমল রায়, মানিকগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক মোঃ আকরাম হোসেন সহ জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২০ জন সাংবাদিক।

প্রশিক্ষণে স্বাস্থ্য কি? স্বাস্থ্য সাংবাদিকতা কেন? স্বাস্থ্য সাংবাদিকতা কেন জরুরি এর দূর্বলতা কি কি? স্বাস্থ্য বিষয়গুলো নিয়ে কি ভাবে রিপোর্ট করা যায় এ বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

Citizen's Voice