গত ১০ই আগষ্ট, বুধবার স্বাস্থ্য সেবার মানোন্নয়নে চাই সমতা জবাবদিহিতা ও অংশগ্রহণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে বাংলাদেশ হেলথ ওয়াচ এর সহযোগিতায় এই প্রশিক্ষণটির আয়োজন করা হয় ।
প্রশিক্ষণ উদ্বোধন করেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির কর্মসূচির পরিচালক স্বপন কুমার পাল । প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রথমআলোর স্বাস্থ্য বিষয়ক সাংবাদিক শিশির মোড়ল, বাংলাদেশ হেলথ ওয়াচ এর প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম ও প্রোগ্রাম অফিসার নওশিল মৌলি ওয়ারেসী ।
প্রশিক্ষণে স্বাস্থ্য কি? স্বাস্থ্য সাংবাদিকতা কেন? স্বাস্থ্য সাংবাদিকতা কেন জরুরি এর দূর্বলতা কি কি? স্বাস্থ্য বিষয়গুলো নিয়ে কি ভাবে রিপোর্ট করা যায় এ বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও বাংলাদেশ হেলথ ওয়াচ এর আয়োজনে এ প্রশিক্ষণে নেত্রকোণার ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
Citizen's Voice