২৮ মে ২০২৫ তারিখে কুড়িগ্রাম জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে এবং বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের হিজলী গোপপাড়া নয়াগ্রাম কমিউনিটি ক্লিনিকে নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপন করা হয়। সকাল ১০:৩০ থেকে বিকাল ৪টা পর্যন্ত আয়োজিত এই দিনে ৫০ জন গর্ভবতী মায়ের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাতিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি জনাব মো: রাজ্জাকুল ইসলাম। তিনি গর্ভবতী মায়েদের নিয়মিত চেকআপ, পুষ্টিকর খাদ্য গ্রহণ ও ক্লিনিক সেবার গুরুত্ব তুলে ধরেন এবং কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও সলিডারিটির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা এস.এম. হারুন অর রশীদ লাল। তিনি বলেন, "নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সলিডারিটি ও বাংলাদেশ হেলথ ওয়াচ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে, যার সুফল এখন ইউনিয়ন পর্যায়ে পৌঁছে যাচ্ছে।"
ক্লিনিকের সিএইচসিপি মো: রিপন মিয়া গর্ভবতী নারীদের গর্ভকালীন সময়ের করণীয়, পুষ্টিকর খাদ্য তালিকা, পরামর্শ গ্রহণ এবং নিরাপদ ডেলিভারির বিষয়ে বিস্তারিত কাউন্সেলিং প্রদান করেন।
অনুষ্ঠান চলাকালে একজন ইউএন সংস্থার প্রতিনিধি, জনাবা মোছা: নুরে সালমা হেলথ ক্যাম্পটি পরিদর্শন করেন। তিনি সলিডারিটি ও বাংলাদেশ হেলথ ওয়াচকে ধন্যবাদ জানান এবং গর্ভবতী নারীদের জন্য এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
Citizen's Voice