নিরাপদ মাতৃত্ব দিবস ২০২৫ উদযাপন: মাতৃস্বাস্থ্যে সচেতনতার অনন্য প্রয়াস

নিরাপদ মাতৃত্ব দিবস ২০২৫ উদযাপন: মাতৃস্বাস্থ্যে সচেতনতার অনন্য প্রয়াস

  • May 28, 2025
নিরাপদ মাতৃত্ব দিবস ২০২৫ উদযাপন: মাতৃস্বাস্থ্যে সচেতনতার অনন্য প্রয়াস

স্থান: ধুমনিঘাট কমিউনিটি ক্লিনিক, মহালছড়ি, খাগড়াছড়ি
আয়োজক: মহালছড়ি উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম
তারিখ: ২৮ মে ২০২৫

নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে হলে প্রয়োজন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাবার গ্রহণ এবং সময়মতো প্রাতিষ্ঠানিক চিকিৎসা গ্রহণ। এই বার্তা পৌঁছে দিতে এবং স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোর দায়িত্বশীলতা আরও বাড়াতে, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে মহালছড়ির ধুমনিঘাট কমিউনিটি ক্লিনিকে পালিত হয়েছে নিরাপদ মাতৃত্ব দিবস ২০২৫

দিনটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধুমনিঘাট কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ধুমনিঘাট গ্রামের কার্বারী বাবু কর্মজান ত্রিপুরা। প্রধান অতিথি ছিলেন বাবু বিপুল চৌধুরী, সভাপতি, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। মূল আলোচক হিসেবে বক্তব্য দেন জনাব রুপময় তঞ্চঙ্গ্যা, উপ-সহকারী মেডিকেল কেয়ার অফিসার, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রিম্রা মারমা, সিএইচসিপি, ধুমনিঘাট কমিউনিটি ক্লিনিক।

আলোচনায় গর্ভবতী নারীর প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, নিরাপদ প্রসব, পুষ্টিকর খাবার, নিয়মিত চেকআপ, হাসপাতালেই সন্তান প্রসব করানোর গুরুত্ব এবং প্রসব পরবর্তী মাতৃ ও শিশুসেবার ওপর বিশেষভাবে আলোকপাত করা হয়। সভায় অংশগ্রহণ করেন এলাকার গর্ভবতী নারী, কিশোরী, মা ও অন্যান্য স্থানীয় বাসিন্দারা।

আলোচনা সভার পর দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি, যেখানে জনাব রুপময় তঞ্চঙ্গ্যার নেতৃত্বে মোট ৪৮ জন নারী ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ছিলেন: স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রয়োজন অনুযায়ী ওষুধপত্র কমিউনিটি ক্লিনিক থেকে বিনামূল্যে বিতরণ করা হয়।

নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে আয়োজিত এ ধরনের সচেতনতামূলক আলোচনা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম শুধু নারীর স্বাস্থ্য সুরক্ষায় নয়, বরং পুরো সমাজে আধুনিক ও প্রাতিষ্ঠানিক চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্বাস্থ্যসচেতন সমাজ গঠনে এ উদ্যোগ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদাহরণ।

Citizen's Voice