সুনামগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে মতবিনিময়

সুনামগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে মতবিনিময়

  • April 15, 2023
সুনামগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে মতবিনিময়

সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে স্বাস্থ্য সেবার মানোনয়নে মতবিনিময় করেছে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। গত ১৫ এপ্রিল ২০২৩ তারিখে  দুপুর ১টায় সদর হাসপাতালের মিনি কনফারেন্স হলে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্বাবধায়ক (উপ পরিচালক) ডা. মো. আনিসুর রহমান, সহকারি পরিচালক ডা. মো. মাহবুবুর রহমান, সিনিয়র কনসালটেন্ট (শিশু রোগ) ডা. আশুতোষ সিংহ, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. বিষ্ণু প্রসাদ চন্দ, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. সুমন রায় চৌধুরী, ডা. সৈকত দাস, বাংলাদেশ হেল্থ ওয়াচের প্রেগ্রাম ম্যানেজার মো.মোরশেদ আলম, ব্রাক বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহযোগি ডা. লামিসা রহমান।

জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ফোকাল পার্সন ফয়সল আহমদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের যুব সম্পাদক মো. সেরুজ্জামান, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক ছালমা চৌধুরী, তথ্যায়ন ও গবেষণা সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, প্রচার ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা ইমন, সদস্য অ্যাডভোকেট শাহাব উদ্দিন চৌধুরী প্রমুখ।

Citizen's Voice