সুনামগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মতবিনিময় সভা

সুনামগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মতবিনিময় সভা

  • December 18, 2022
সুনামগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মতবিনিময় সভা

১৮ ডিসেম্বর ২০২২ সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতাল মিলনায়তনে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও এ্যাফরট ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)'র উদ্যোগে এবং বাংলাদেশ হেল্থ ওয়াচের সহযোগিতায় সুনামগঞ্জ জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবকে সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপপরিচালক) ড. মো. আনিসুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মুকদেব সাহা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান।

জেলা স্বস্থ্য আধিকার ফোরামের সহসভাপতি রুনা লেইছ'র পরিচালনায অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারন সম্পাদক ও ইরার নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।
বাংলাদেশ হেল্থ ওয়াচের বিভিন্ন কার্যক্রম উপস্থাপনা করেন বাংলাদেশ হেল্থ ওয়াচের কো-অর্ডিনেটর (ফিল্ড অপারেশন) আসমা আকতার।
আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য নিগার সুলতানা কেয়া, সুনামগঞ্জ জনকল্যান সংস্থার নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য্য, জেলা স্বস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি এমদাদুল হক শাহজাহান, যুব বিষয়ক সম্পাদক সেরুজ্জামান, সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ, দেওয়ান তাছাদ্দুক রাজা ইমন।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন, বিম্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য আধিকার ফোরামের সভাপতি দিলীপরকুমার বিশ্বাস , সদস্য শাহজাহান তালুকতার, আলাল উদ্দিন, হাসপাতালের রোগীদের মধ্যে অংশ নেন লালন মিয়া, হাসিনা আক্তার, সেবিকাদের মধ্যে অংশ নেন, সেবা তত্ত্বাবধায়ক ফাতেমা বেগম, উপসেবা তত্ত্বাবধায়ক মুহিবুন্নেছা প্রমুখ।

Citizen's Voice