স্বাস্থ্য অধিকার ফোরাম ও স্বাস্থ্য অধিকার যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ , সুনামগঞ্জ

স্বাস্থ্য অধিকার ফোরাম ও স্বাস্থ্য অধিকার যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ , সুনামগঞ্জ

  • November 7, 2022
স্বাস্থ্য অধিকার ফোরাম ও স্বাস্থ্য অধিকার যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ , সুনামগঞ্জ

“স্বাস্থ্য অধিকারে জন অংশগ্রহন” ও “স্বাস্থ্য অধিকারে তরুন নেতৃত্ব” এই ব্যানারে বাংলাদেশ হেলথ ওয়াচ ও ইরার  আয়োজনে স্বাস্থ্য অধিকার ফোরাম এবং স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্যদের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে স্বাস্থ্য সেবা  ব্যবস্থাকে আরও দাুয়ত্বশীল এবং গতিশীল করা ও ফোরামের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষন প্রদান করা হয়।
 মোট ২৬ জন স্বাস্থ্য অধিকার ফোরাম সদস্য (জেলা এবং উপজেলা) এবং ২৮ জন স্বাস্থ্য অধিকার যুব ফোরামের (জেলা এবং উপজেলা) সদস্য নিয়ে ৭.১১.২০২২ এবং ৮.১১.২০২২ তারিখ  লতিফা কমিউনিটি সেন্টার হল রুমে  উক্ত প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। 

img

প্রশিক্ষনের মূল উদ্দেশ্য ছিল ;
বাংলাদেশর সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতি এবং প্রধান স্বাস্থ্য সমস্যাগুলির উপর আগ্রহ তৈরি করা এবং প্রাথমিক জ্ঞান বিকাশ করা,
জনস্বাস্থ্য কাঠামো বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক স্বাস্থ্য পরিষেবা কাঠামো এবং স্থানীয় স্তরের অ্যাডভোকেসি পন্থা এবং কৌশল সম্পর্কে জ্ঞান অর্জণের মাধ্যমে স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যদের দক্ষতা উন্নয়ন, 
স্বাস্থ্য অধিকার যুব ফোরামের স্বাস্থ্য অধিকার, স্বেচ্ছাসেবা , সামাজিক দায়বদ্ধতা এবং নেতৃত্বের বিষয়ে উদ্যোগী করা 
সুশীল সমাজ এবং স্বেচ্ছাসেবক দলকে সক্ষম করা যারা ভবিষ্যতে নিজ উদ্যোগে বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করবেন ।
প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ হেলথ ওয়াচের পক্ষ থেকে জন স্বাস্থ্য বিশেষজ্ঞ কনসালটেন্ট মোঃ ওমর ফারুক। প্রশিক্ষনের শুভ উদ্ভোধন ঘোষনা করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মোঃ সাহজাহান চৌধুরি। সকাল ১০:০০ টায় প্রশিক্ষন শুরু হয় এবং চলে বিকেল ৫:০০ টা পর্যন্ত। তবে তুলনামূলক তরুনদের প্রশিক্ষণে সময় বেশী দিয়েছে তরুণদের আগ্রহের কারণে । 
এই ধরণের প্রশিক্ষন স্বাস্থ্য অধিকার ফোরামের যেমন সক্ষমতা বৃদ্ধি করে তেমনি তরুনদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে । 

Citizen's Voice