প্রতি বছরের মত এ বছরও গত ২৮ মে ২০২৩ তারিখে বরগুনায় নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হচ্ছে। এবছরের প্রতিপাদ্য বিষয় হলো, ‘‘গর্ভকালে চারবার সেবা গ্রহণ করি। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি।’’ বাংলাদেশ হেল্থ ওয়াচ এর সহযোগিতায় এবং জাগোনারী'র বাস্তবায়নে বরগুনা জেলা সদর হাসপাতালের নতুন ভবনে ক্যাম্পেইন ও হেলথ ক্যাম্প আয়োজন করা হয়। হেলথ ক্যাম্পে ডাঃ আরাফাত জাহান, ডাঃ সঞ্জয় রহমান ও রেজবি খানম সিনিয়র স্টাফ র্নাস উপস্থিত থেকে গর্ভবতী মায়েদের চেকআপ করেন। সেখানে প্রয়োজন অনুযায়ী অনেককে কিছু পরীক্ষা-নীরিক্ষাও করা হয়। মোট ১১ জন গর্ভবতী মা এ ক্যাম্পে সেবা গ্রহণ করেন যাদের হিমোগ্লোবিন টেস্ট, আর বি এস টেস্ট, এইচ বি এস এ জি, ভি ডি আর এল, আল্ট্রাসনোগ্রাম করানোর পাশাপাশি কাউন্সেলিং প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।
এছাড়াও, পরের দিন ২৯ মে তারিখ জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জেলা সদর হাসপাতাল কর্তপক্ষ যৌথভাবে নতুন ভবন প্রাঙ্গনে একটি র্যালির আয়োজন করে। র্যালিতে নেতৃত্ব দেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি জনাব হাসানুর রহমান ঝন্টু, এতে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, যুব ফোরাম, ইউনিয়ন ফোরাম সদস্য এবং সদর হাসপাতালের নার্স, ডাক্তার এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। র্যালি শেষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি সোহেলী পারভীন ছবি সকলকে নিরাপদ মাতৃত্ব দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন যে, মা যদি নিরাপদ না থাকে তাহলে সন্তান ও সুস্থ্য জন্মাবেনা। মেয়েরা অনেক জায়গাতেই সুবিধাবঞ্চিত হয়ে থাকে। পরিবারে অন্য যারা আছে প্রত্যেকেই তাদের মেয়েদের বয়ঃসন্ধি কাল থেকেই যতœ নিতে হবে। পিরিয়ডের সময়ই পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। তাহলেই নিরাপদ মাতৃত্ব নিশ্চিত হবে। সভাপতি জনাব হাসানুর রহমান ঝন্টু বলেন, মা সুস্থ্য না থাকলে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত হবে কিভাবে? নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হলে সেখানে পরিবারের গুরুত্ব প্রধান। পরিবারের সকল সদস্যদের ভুমিকা ও দায়িত্ব নিতে হবে।
বরগুনা জেলা সিভিল সার্জন ডাঃ মেহেদী পারভেজ বলেন, গর্ভকালীন সময়ে সবাই অসহায়ত্ব বোধ করে। তাই পরিবারের সকল সদস্যদেরকে খেয়াল রাখতে হবে এবং মানসিকভাবে তাকে সার্পোট দিতে হবে যাতে সে মানসিকভাবে ভয় না পায়। গর্ভবতী মা নিয়মিত চেকআপ করাচ্ছে কিনা, ঠিকমতো খায় কিনা , ঘুমায় কিনা এসব বিষয়ে খেয়াল রাখতে হবে। গর্ভাবস্থায় কমপক্ষে যেন ৪ বার সেবাটা নিশ্চিত করা হয়।
Citizen's Voice