উলিপুরে মাল্টি-স্টেকহোল্ডার মিটিং: স্বাস্থ্যসেবা উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহবান

উলিপুরে মাল্টি-স্টেকহোল্ডার মিটিং: স্বাস্থ্যসেবা উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহবান

  • September 15, 2025
উলিপুরে মাল্টি-স্টেকহোল্ডার মিটিং: স্বাস্থ্যসেবা উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহবান

উলিপুর (কুড়িগ্রাম), ১৫ সেপ্টেম্বর ২০২৫:
উলিপুর উপজেলা হাসপাতাল হলরুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্তৃপক্ষ, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, টিআইবি, ছাত্র ও সাংবাদিকসহ বিভিন্ন স্তরের অংশগ্রহণে মাল্টি-স্টেকহোল্ডার মিটিং অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ সরকার। প্রধান অতিথি ছিলেন ডা. স্বপন কুমার বিশ্বাস, সিভিল সার্জন, কুড়িগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. হারুন অর রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রাজেশ কুমার অধিকারী, প্রোগ্রাম ম্যানেজার, বাংলাদেশ হেলথ ওয়াচ, এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. হারুন অর রশীদ লাল, সাধারণ সম্পাদক, জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও নির্বাহী পরিচালক, সলিডারিটি।

সভা পরিচালনা করেন সলিডারিটির ফোকাল পার্সন কমলা রানী পাল এবং সহযোগিতা করেন কো-ফোকাল সুনীল কুমার দাস।

সভায় বক্তারা উপজেলা হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকের সার্বিক সেবা পরিস্থিতি, সেবা গ্রহণকারীদের অভিজ্ঞতা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় করণীয় নিয়ে আলোচনা করেন।

উপজেলা হাসপাতালের পরিসংখ্যানবিদ মো. শহীদুর রহমান হাসপাতালের বর্তমান সেবার অবস্থা ও সীমাবদ্ধতা নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি জানান, সময়মতো ক্লিনিক খোলা ও বন্ধ রাখা, পরিচ্ছন্নতার উন্নতি, ইউএইচসিপিদের আচরণগত পরিবর্তন, গর্ভবতী মায়েদের নিয়মিত কাউন্সেলিং এবং টিকিট কাউন্টারে নারী-পুরুষের পৃথক লাইন চালুর মাধ্যমে সেবার মান কিছুটা উন্নত হয়েছে।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা হাসপাতালের লোকবল সংকট, যন্ত্রপাতির অভাব এবং দূরবর্তী নদীবেষ্টিত এলাকায় স্বাস্থ্যসেবা বঞ্চিত হওয়ার বিষয়গুলো তুলে ধরেন।

উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. ইকবাল হোসেন চাঁদ হাসপাতালের সীমিত সম্পদে সেবা প্রদানের প্রশংসা করেন এবং স্থানীয়ভাবে মনিটরিং জোরদারের আহ্বান জানান।

সুশীল সমাজের প্রতিনিধি দেলোয়ার হোসেন নিয়মিত তদারকির প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা বেগম রুবি নদীবেষ্টিত ইউনিয়নগুলোতে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের দাবি জানান।
জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক এস. এম. হারুন অর রশীদ লাল বলেন, "জনগণের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে সলিডারিটি ও বাংলাদেশ হেলথ ওয়াচ মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। স্থানীয়ভাবে পাওয়া সমস্যাগুলো জেলা ও জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে।"

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হারুন অর রশীদ বলেন, "লোকবল, ডাক্তার-নার্স ও যন্ত্রপাতির সংকটের কারণে সেবা প্রদানে কিছু সমস্যা রয়েছে। আশা করি সিভিল সার্জন মহোদয়ের সহায়তায় এগুলোর দ্রুত সমাধান হবে।"

প্রধান অতিথি ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, "জনগণের মতামত, সুশীল সমাজের অংশগ্রহণ ও প্রশাসনিক উদ্যোগ একত্রে কাজ করলে স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।"

সভায় অংশগ্রহণকারীরা সবাই একমত হন যে, স্বাস্থ্যসেবা টেকসই করতে স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ ও নাগরিকদের সমন্বিত ভূমিকা জরুরি।

Citizen's Voice