যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক তরুণদের সাথে সচেতনতামূলক প্রচারিভাযান

যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক তরুণদের সাথে সচেতনতামূলক প্রচারিভাযান

  • April 23, 2025
যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক তরুণদের সাথে সচেতনতামূলক প্রচারিভাযান

তারিখ: ২৩ এপ্রিল ২০২৫ 
স্থান: নেত্রকোনা উচ্চ বিদ্যালয়, নেত্রকোণা
আয়োজক: জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম, নেত্রকোণা
অংশগ্রহণকারী: ৭০ জন (নারী: ১৪, পুরুষ: ৫৬)

২৩ এপ্রিল ২০২৫ বেলা ১২:৩০ মিনিটে নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে তরুণদের সাথে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক ছিলেন ডা. জান্নাত আফরোজ নূপুর, কনসালটেন্ট গাইনী অবস, জেলা সদর হাসপাতাল, নেত্রকোণা। সভায় সভাপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান খান, সদস্য, জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। প্রধান অতিথি ছিলেন মো: হাবিউল্লাহ খান পাঠান, প্রধান শিক্ষক, নেত্রকোনা উচ্চ বিদ্যালয়।

সভায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, যুব ফোরামের সদস্যবৃন্দ ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রতিনিধি উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা পরিচয় দেন এবং কোহিনূর বেগম, ব্যবস্থাপক, স্বাবলম্বী উন্নয়ন সমিতি, বাংলাদেশ হেলথ ওয়াচের সংক্ষিপ্ত বর্ণনা দেন।

আলপনা বেগম, শিল্পী ভট্টাচার্য্য ও হাফসা ইসলাম মোহ যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

ডা. জান্নাত আফরোজ নূপুর মাসিক ও মাসিক ব্যবস্থাপনা, পুং ও স্ত্রী প্রজনন অঙ্গ, ১০-১৫ বছর বয়সী ছেলে-মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিয়ে তিনি ব্যাথা ও স্বপ্ন দোষের কারণ ও প্রতিকার বিষয়ে পরামর্শ দেন।

সভায় সবাই মনোযোগ সহকারে অংশগ্রহণ করেন। প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ এ ধরনের সভার আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Citizen's Voice