বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ বরগুনায় উদযাপন

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ বরগুনায় উদযাপন

  • April 7, 2025
  • barguna
বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ বরগুনায় উদযাপন

প্রতিপাদ্য: "জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত"

বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে এবং সিভিল সার্জন অফিস, সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস, বরগুনা থানা, জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, স্বাস্থ্য অধিকার যুব ফোরাম ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ উদযাপিত হয় উৎসবমুখর পরিবেশে।

র‌্যালি ও আলোচনা সভা

দিবসটি উপলক্ষ্যে সকাল ১১টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. অরুণব চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে তিনি অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান এবং বিশ্ব স্বাস্থ্য দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, "মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে।"

বক্তাদের বক্তব্যের সারাংশ

  • হোসনে আরা হাসি, প্রধান নির্বাহী, জাগোনারী বরগুনা বলেন, “নারী স্বাস্থ্য এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই বিষয়ে স্বাস্থ্য অফিসগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বরগুনায় নারী চিকিৎসকের স্বল্পতা রয়েছে—এই বিষয়ে দ্রুত পদক্ষেপ জরুরি।”
  • মোঃ মনির হোসেন কামাল, সহ-সভাপতি, জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম বলেন, “সুস্থ সমাজ গঠনের মূল শর্ত হলো সচেতনতা ও সুরক্ষা। মা যদি সুরক্ষিত থাকেন, তাহলে শিশু সুস্থ থাকবে এবং একটি মেধাবী প্রজন্ম গড়ে উঠবে।”
  • ডা. নজমুল হাসান, তত্ত্বাবধায়ক, সদর হাসপাতাল বরগুনা বলেন, “প্রতি বছর প্রায় ৩ লাখ মা ও শিশু মারা যায় প্রসবকালীন জটিলতায়। তাই এবারের প্রতিপাদ্য অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের উচিত সন্তানধারণের পূর্বেই মায়ের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।”
  • মোঃ আব্দুল হালিম, সার্কেল এসপি, বরগুনা বলেন, “শিক্ষিত জাতি চাইলে আমাদের দরকার সুস্থ মা। জেলা প্রশাসন ও এনজিওদের সমন্বয়ে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।”
  • মোঃ শফিউল আলম, জেলা প্রশাসক, বরগুনা বলেন, “স্বাস্থ্যখাতে অনেক অগ্রগতি হয়েছে, বিশেষ করে টিকাদান কার্যক্রম ১০০% সম্পন্ন হচ্ছে। তবে জেলায় কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই - এটা একটি বড় চ্যালেঞ্জ। উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

উপসংহার

সভা শেষে সভাপতি উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং স্বাস্থ্যখাতে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বরগুনা জেলায় মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা আরও জোরদার হবে।

Citizen's Voice