বরগুনায় স্বাস্থ্য অধিকার যুব ফোরামের পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ ২০২৩ রবিবার বিকালে জাগোনারীর ট্রেনিং এন্ড রিসার্চ সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা ও ইউনিয়ন পর্যায়ের যুব সদস্যদের অংশগ্রহণে ২০২৩ সালের কর্ম পরিকল্পনা, ক্যাম্পেইন পরিকল্পনা, যুব ফোরামের সদস্যদের স্থিতাবস্থা, সামাজিক দায়বদ্ধতা টুল সহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ, প্রস্তাব ও আলোচনা করা হয়।
বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টুর সভাপতিত্বে বাংলাদেশ হেলথ ওয়াচ এর প্রোগ্রাম অফিসার মো. আবু তৈয়ব, জাগোনারীর কমিউনিকেশন কোঅর্ডিনেটর তাজমেরী জাহান লিখন, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়ক মহিউদ্দিন অপু, ইউনিয়ন যুব ফোরামের সমন্বয়ক মো. হাসনাত সহ জেলা ও ইউনিয়ন স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে যুব সদস্যদের আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
প্রতিবেদক-
মহিউদ্দিন অপু
সমন্বয়ক,
বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম।
Citizen's Voice