‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা-জবাবদিহিতা ও অংশগ্রহণ’ এই স্লোগানকে সামনে রেখে বুধবার চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন দৈনিক প্রথম আলো’র স্বাস্থ্যবিষয়ক বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল। বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এ প্রশিক্ষণের আয়োজন করে।
প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি প্রফেসর সুলতানা রাজিয়া। স্বাগত বক্তব্য দেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ হেলথ ওয়াচের অ্যাডভোকেসি ও কমিউনিকেশন কোঅর্ডিনেটার মো. রিয়াজ উদ্দিন খান ও প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্মসূচি ব্যবস্থাপক ফারুক আহমেদ।
স্বাস্থ্য মন্ত্রণালয়সহ ২৩টি মন্ত্রণালয় স্বাস্থ্যের সঙ্গে জড়িত জানিয়ে প্রশিক্ষণকালে শিশির মোড়ল বলেন, স্বাস্থ্যসেবা প্রাপ্তির জায়গা হচ্ছে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, উপজেলা ও জেলা হাসপাতাল। আমরা অনেক সময় এসব প্রতিষ্ঠানের কাঠামোগত দিকটি না জানার কারণে ভুল রিপোর্ট করে থাকি। তাই যখন স্বাস্থ্য নিয়ে রিপোর্ট করা হয়, তখন আগে প্রতিষ্ঠানগুলোর সেবা দেয়ার নিয়মটি কী তা জানা জরুরী। তার আলোচনায় মহামারি করোনাসহ স্বাস্থ্যখাতের বিভিন্ন দিক উঠে আসে।
প্রশিক্ষণে বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম অফিসার (মিডিয়া কমিউনিকেশন) নওশিন মৌলি ওয়ারেসী, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের তথ্যায়ন ও গবেষণা সম্পাদক সাজিদ তৌহিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
Citizen's Voice