চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্বাস্থ্য অধিকার ফোরামের পরিকল্পনা সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নাচোল মহিলা কলেজের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ- এই প্রতিপাদ্যে পরিকল্পনা সভার আয়োজন করে নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। সহযোগিতায় ছিল বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। সভায় সভাপতিত্ব করেন নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের যুব সংগঠন বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার।
স্বাগত বক্তব্য রাখেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ও নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হেলথ ওয়াচের অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশনের কো-অর্ডিনেটর রিয়াজ উদ্দিন খান ও প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম, দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক এবং জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের তথ্যায়ন ও গবেষণা সম্পাদক সাজিদ তৌহিদ।
পরিকল্পনা সভায় নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যরা অংশ নেন। সভা শেষে ২০২৩ সালের একটি কর্মপরিকল্পনা গৃহীত হয়। উল্লেখ্য, বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলায় স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা, স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবায় টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টি করার লক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে (নাচোল) স্বাস্থ্য অধিকার ফোরাম গঠন করেছে।
Citizen's Voice