গত ২৮ ফেব্রুয়ারী ২০২৩ নাচোল উপজেলার নেজামপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে একটি স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক গম্ভীরার আয়োজন করা হয় । গম্ভীরার আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও নাচোল মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের তথ্যায়ন ও গবেষণা সম্পাদক সাজিদ তৌহিদ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও গম্ভীরা পরিবেশন করে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীবৃন্দ। এর আগে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও বাংলাদেশ হেলথওয়াচের প্রতিনিধিবৃন্দ নাচোল উপজেলার নেজামপুর কমিউনিটি ক্লিনিকের সামনে স্থাপিত তথ্য বোর্ড পরিদর্শন করেন। সে সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের তথ্যায়ন ও গবেষণা সম্পাদক সাজিদ তৌহিদ, বাংলাদেশ হেলথ ওয়াচ এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ মোরশেদ আলম এবং কো-অর্ডিনেটর (এ্যাডভোকেসী এন্ড কমিউনিকেশন), প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারি পরিচালক ফারুক আহমেদ ও ব্যবস্থাপক (এম এন্ড ই) জাকির হোসেন।
Citizen's Voice