সিভিল সার্জনের আয়োজনে খাগড়াছড়িতে স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০৭ এপ্রিল শুক্রবার সকালে পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে র্যালী করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন অফিসে এসে শেষ হয়।
আলোচনা সভায় জেলা সদর হাসপাতালের তত্বাবধাক ডাঃ শহীদ তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।বিশেষ অতিথি বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিনিয়া চাকমা, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া।এসময় সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেমং মারমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা: মিটন চাকমা। দিবসের প্রতিপাদ্য উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ক্যচিংহ্লা মারমা।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি সাধন কুমার চাকমা, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।সভায় সিভিল সার্জনের পক্ষ থেকে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সাথে পুরো জেলায় কার্যক্রম হাতে নেওয়ার প্রস্তাব দেন।
এছাড়াও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দেশের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে স্বাস্থ্য অধিকার ফোরামকেও তাদের অংশ উল্লেখ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রতিবেদকঃ
দহেন বিকাশ ত্রিপুরা
তথ্যায়ন সম্পাদক
জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম, খাগড়াছড়ি।
Citizen's Voice