খাগড়াছড়িতে স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্যদের জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হেলথ ওয়াচ ও জাবারাং এর সহযোগিতায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এ প্রশিক্ষণের আয়োজন করে।
শনিবার-রবিবার (২০-২১মে) সকাল ৯টা থেকে খাগড়াছড়ি জেলা শহর মিলনপুরস্থ হোটেল গাইরিং সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে জেলা-উপজেলার স্বাস্থ্য অধিকার যুব ফোরামের ২০জন সদস্য অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ ওয়াচের সেলিনা আহমেদ ও নাদিরা খানম।
প্রশিক্ষণে মূল উদ্দেশ্য হচ্ছে মানসিক চাপ এবং আবেগ মোকাবেলা করার জন্য মূল ভিত্তি হিসেবে জীবন দক্ষতা সম্পর্কে বুঝতে সহায়তা করবে। যৌক্তিক সিদ্ধান্তের জন্য বিশ্লেষনামূলক চিন্তাভাবনা সম্পর্কে জানতে সহায়তা করবে। কার্যকর যোগাযোগের মূল উপাদানগুলিকে আলাদা করতে পারবে এবং সমবয়সীদের সম্পর্কে ও নিজ বোঝার সাথে আত্মসম্মান বৃদ্ধি করা। জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণটি প্রত্যেকের ব্যক্তিগত জীবনে যেমন কাজে লাগতে তেমনি বৃহত্তর সামাজিক কর্মকান্ডে যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের বিকাশ, বিশ্লেষনমূলক দৃষ্টিভঙ্গি গঠণ , আত্মমর্যাদা বোধ সৃষ্টি এবং সামাজিক আন্দোলনে কার্যকর অনুঘটক হয়ে উঠতে সহায়তা করবে।
যুবদের জীবন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক-জেপিজি’র গবেষক লামিসা রহমান, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম অফিসার রাজেশ অধিকারী, জাবারাং কল্যাণ সমিতির কর্মসূচি সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা, জাবারাংয়ের প্রশাসনিক কর্মকর্তা ধনেশ্বর ত্রিপুরা প্রমূখ।
Citizen's Voice