মহালছড়িতে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সমন্বয় সভা

মহালছড়িতে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সমন্বয় সভা

  • May 25, 2023
  • khagrachhari
মহালছড়িতে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সমন্বয় সভা

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে কেরেঙ্গানাল কমিউনিটি ক্লিনিক চত্ত¡রে এ সভা অনুষ্ঠিত হয়।
কেরেঙ্গানাল কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি মানিক রঞ্জন খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী।

সভায় স্থানীয়রা জানান, সিএইচসিপি সপ্তাহে ৬দিন থাকার কথা থাকলেও বসে ৩দিন। এটিও অনিয়মিত। ক্লিনিকে আসতে হলে প্রথমে ফোন করে আসতে হয়। ক্লিনিক ভবনও ঝুঁকিপূর্ণ। নেই কোন ল্যাট্রিনের ব্যবস্থা ও খাবার পানি। বৃষ্টি হলে ঢুকতে ভয় পায়।অনেক সময় কমিউনিটি ক্লিনিক বন্ধ পেলে রোগীরা স্বাস্থ্যসেবা না পেয়ে ফিরে যেতে হয় এর ফলে কমিউনিটি ক্লিনিক থেকে চিকিৎসা নিতে আগ্রহ কমে যায়। এসব কথা জানান সেবাগ্রহীতারা। ১৪ টি গ্রামের মানুষের সাধারণ রোগব্যধীর জন্য একমাত্র স্বাস্থ্যসেবা কেন্দ্রটি আরো আধুনিক করলে অবহেলিত পাহাড়ি জনপদের সাধারণ মানুষরা খুবই উপকৃত হবে। এসব সমস্যা সমাধানের ব্যাপারে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন সেবা গ্রহণকারীরা ও পাড়াবাসী। 

এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ’র গবেষক ডাঃ লামিসা রহমান, উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা, যুব সংগঠন বিষয়ক সম্পাদক বাবু সুশান্ত চাকমা (ধনমনি),
 স্থানীয় ইউপি সদস্য ও ক্লিনিক ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি তান্টু তালুকদার, জাবারাং কল্যাণ সমিতির প্রশাসনিক কর্মকর্তা ধনেশ্বর ত্রিপুরা, পরিবার কল্যাণ সহকারি ডিউই মার্মা, ক্লিনিক ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব  ও সিএইচসিপি ডেফোডিল খীসা, স্থানীয় কার্বারী কর্ণেন্দু বিকাশ খীসা, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের যুগ্ম সমন্বয়কারী অজয় দাশ, তথ্যায়ন সম্পাদক দহেন বিকাশ ত্রিপুরাসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ। 

মহালছড়িতে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সমন্বয় সভা
মহালছড়িতে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সমন্বয় সভা

এ ব্যাপারে কেরেঙ্গানাল কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি মানিক রঞ্জন খীসা বলেন, আগে উপজেলা-জেলায় গিয়ে স্বাস্থ্যসেবা নিতে হতো, এখন গ্রামে পাচ্ছে স্বাস্থ্যসেবা। প্রায় ১৪টি পাড়ার মানুষ এখানে সেবা নিচ্ছে।  ইউপি সদস্য এখন থেকে কমিউনিটি ক্লিনিকের পানীয় জল, টয়লেট সমস্যার সমাধান করবেন বলে জানান। কেঙ্গোনাল কমিউনিটি ক্লিনিকের সভাপতি, কার্বারী কর্ণেন্দু বিকাশ খীসা এবং , উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা সমন্বিতভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের নিকট অত্র ক্লিনিকের সার্বিক উন্নয়নের জন্য এবং নিয়মিত ক্লিনিক খোলা রাখার ব্যাপারে যোগাযোগ করবেন।

Citizen's Voice