স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মহালছড়িতে সংলাপ সভা

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মহালছড়িতে সংলাপ সভা

  • April 27, 2025
  • khagrachhari
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মহালছড়িতে সংলাপ সভা

স্থান: আবাসিক মেডিকেল অফিসারের কার্যালয়, মহালছড়ি উপজেলা হেল্থ কমপ্লেক্স, খাগড়াছড়ি

বাংলাদেশ হেলথ ওয়াচ-এর সহায়তায় ও জাবারাং কল্যাণ সমিতি এবং উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে “স্বাস্থ্যসেবার উন্নয়নে অংশগ্রহণমূলক পরিকল্পনা” শীর্ষক একটি সংলাপ সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন, চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং স্থানীয় অংশগ্রহণে সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্যে এই আয়োজনটি গুরুত্ব সহকারে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ধনিষ্ঠা চাকমা। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব দীপময় তালুকদার, উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি জনাব বিপুল চৌধুরী, সম্পাদক মিল্টন চাকমা এবং স্বাস্থ্য অধিকার ফোরামের অন্যান্য সক্রিয় সদস্যরা।
সভায় আলোচিত হয়:

  • বিগত সভাগুলোর পর্যালোচনা ও ফলোআপ কার্যক্রম
  • ক্যায়াংঘাট স্বাস্থ্য কেন্দ্র, কেরেঙ্গ্যানাল ও ধুমনিঘাট কমিউনিটি ক্লিনিকের সেবার মান ও চ্যালেঞ্জ
  • ঔষধ সরবরাহ, ক্লিনিক ব্যবস্থাপনা ও কমিউনিটির সম্পৃক্ততা
  • নিয়মিত কমিউনিটি সভার আয়োজনের প্রয়োজনীয়তা

সভাটি স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার উন্নয়ন ও জনগণের সরাসরি সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে। সভার শেষে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যসেবার টেকসই উন্নয়নের জন্য কার্যকর উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Citizen's Voice