বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

  • April 7, 2025
  • kurigram
বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

০৭ এপ্রিল ২০২৫, কুড়িগ্রাম: বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ উপলক্ষে কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সকাল ১০টায় সিভিল সার্জন অফিস প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‌্যালি এবং পরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন সিভিল সার্জন অফিস ও জেলা হাসপাতালের কর্মকর্তা, ডাক্তার, নার্স, এফডব্লিউভিসি, সাংবাদিক, রোগী, যুবফোরাম সদস্য, জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম সদস্য এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিগণ।

আলোচনা সভার সভাপতিত্ব করেন কুড়িগ্রামের সিভিল সার্জন জনাব ডা. স্বপন কুমার বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. এ. এন. এম গোলাম মহিউদ্দিন ।

সভায় ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, "র‌্যালিতে সকল স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এ ধরনের উদ্যোগ স্বাস্থ্য বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"

বিশ্ব স্বাস্থ্য দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, "এই দিবসের মূল লক্ষ্য হলো-সব মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্য সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি করা। সকলকে নিয়ে আমরা একসাথে কাজ করলে স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন সম্ভব।"

ডেপুটি সিভিল সার্জন ডা. গোলাম মহিউদ্দিন বলেন, "মাঠ পর্যায়ে যেসব এফডব্লিউভিসি কাজ করছেন, তাঁদের নিষ্ঠা ও আন্তরিকতা প্রশংসনীয়। তবে আমাদের আরও নিষ্ঠার সাথে কাজ করতে হবে যেন প্রতিটি মানুষ শতভাগ স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারে।"

জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জুলিয়া জুলকার নাইন রত্না বলেন, "২০২১ সাল থেকে আমরা কমিউনিটি ক্লিনিক ও হাসপাতালে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে কাজ করে যাচ্ছি। স্বাস্থ্যখাতকে দুর্নীতিমুক্ত রাখতে হবে এবং জনগণের অধিকার নিশ্চিত করতে হবে।"

সর্বশেষে, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস সকল এনজিও প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে বলেন, "আপনাদের সহযোগিতা থাকলে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সম্ভব। স্বাস্থ্য খাতের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

Citizen's Voice