সামাজিক নিরীক্ষা ও অ্যাডভোকেসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সামাজিক নিরীক্ষা ও অ্যাডভোকেসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • April 26, 2025
  • kurigram
সামাজিক নিরীক্ষা ও অ্যাডভোকেসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্থান: সলিডারিটি ট্রেনিং ইনস্টিটিউট, কুড়িগ্রাম
আয়োজক: কুড়িগ্রাম জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম
সহযোগী: বাংলাদেশ হেলথ ওয়াচ ও সলিডারিটি
কুড়িগ্রাম জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এবং উপজেলা ফোরামের সদস্যদের অংশগ্রহণে একটি দিনব্যাপী "সামাজিক নিরীক্ষণ ও অ্যাডভোকেসি বিষয়ক প্রশিক্ষণ" অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম এবং প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ও সলিডারিটির নির্বাহী পরিচালক, বীর মুক্তিযোদ্ধা এস.এম. হারুন অর রশীদ লাল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হেলথ ওয়াচ-এর প্রোগ্রাম ম্যানেজার রাজেশ কুমার অধিকারী। প্রশিক্ষণ পরিচালনা করেন ঢাকা থেকে আগত অভিজ্ঞ ট্রেইনার শুভাষীশ চন্দ্র মহন্ত
প্রশিক্ষণে অংশগ্রহণকারী: পুরুষ - ১৭, নারী - ৮; সর্বমোট - ২৫ জন
প্রশিক্ষণের মূল বিষয়বস্তু:

  • সামাজিক নিরীক্ষা ও তার ধাপসমূহ
  • পাবলিক হিয়ারিং (গণশুনানি) প্রক্রিয়া
  • সেবাদাতা ও সেবাগ্রহীতার দায়িত্ব ও অবস্থান 
  • হাসপাতাল পর্যবেক্ষণ ফরমেটের ব্যবহার
  • রোল-প্লে ও দলভিত্তিক অনুশীলন
  • অ্যাডভোকেসি কৌশল

প্রশিক্ষণ চলাকালীন অংশগ্রহণকারীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি রোল-প্লে ও ডেমো সেশনেও অংশ নেন, যাতে তারা সামাজিক নিরীক্ষা প্রক্রিয়া বাস্তবে কীভাবে প্রয়োগ করবেন তা অনুশীলন করতে পারেন।
সমাপ্তি বক্তব্য:সমাপনী বক্তব্যে ডা. এস এম আমিনুল ইসলাম এবং এস এম হারুন অর রশীদ লাল প্রশিক্ষণের সফল আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও বাংলাদেশ হেলথ ওয়াচ-এর কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার আশ্বাস দেন।

Citizen's Voice