মানিকগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উৎযাপন

মানিকগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উৎযাপন

  • April 7, 2022
  • manikganj
মানিকগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উৎযাপন

গত ৭ এপ্রিল, বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ে,জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, বাংলাদেশ হেলথ ওয়াচ ও বারসিক,মানিকগঞ্জ এর যৌথ আয়োজনে “সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য” এই প্রতিপাদ্যে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়।  উক্ত কর্মসূচিতে বিভিন্ন কার্যক্রমের মধ্যে ছিল র‍্যালী, আলোচনাসভা, মানববন্ধন, রক্ত দান ক্যাম্প, ডায়াবেটিকস মাপার ক্যাম্প, ইত্যাদি।

world health day 2022 manikganj
world health day 2022 manikganj
world health day 2022 manikganj

অনুষ্ঠানে আরও অংশগ্রহন করেন হোসাইন মোঃ রায়হান ,অতিরিক্ত পুলিশ সুপার,মানিকগঞ্জ, ডাঃ মোঃ লুঃফর রহমান,মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার, ডাঃ পংকজ কুমার মজুমদার,সভাপতি জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম,মানিকগঞ্জ। আরও ছিলেন, লক্ষী চ্যাট্যার্জি, চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা ও সহ-সভাপতি জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ,বিশিষ্ট পরিবেশবাদী এবং সহ সভাপতি,জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, বিমল চন্দ্র রায়, আঞ্চলিক সমন্বয়কারি বারসিক ,মানিকগঞ্জ ও সাধারন সম্পাদক জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, অধ্যক্ষ (অঃ) মনোয়ার হোসেন মনির সদস্য জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, মোঃ ইকবাল খান যুব বিষয়ক সম্পাদক জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, আব্দুর রশিদ , স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, সিভিল সার্জন কার্যালয়,মানিকগঞ্জ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাঃ মোঃ আরশাদ উল্লাহ, তত্ত্বাবধায়ক,২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল,মানিকগঞ্জ । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী,সিভিল সার্জন মানিকগঞ্জ। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, “এই বৈশ্বিক করোনা মহামারি আমাদের শিখিয়েছে যে  কিভাবে নিজের স্বাস্থের প্রতি যত্নশীল হতে হবে এবং কিভাবে  আশেপাশের পরিবেশ  স্বাস্থ্যকর রাখা যায়। “
তিনি সবাইকে অনুরোধ করেন নিজেদের স্বাস্থ্যকর খাওয়া দাওয়ার ব্যাপারে যত্নশীল হতে হবে এবং বয়স্কদের ব্যাপারে আরও সচেতন হতে হবে। তিনি জেলা স্বাস্থ্য অধিকার ফোরামকে ধন্যবাদ জানান এমন উদ্যোগ গ্রহন করার জন্য । 

আলোচনা শেষে তিনি রক্তদান কর্মসূচী এবং ডায়াবেটিকস কার্যক্রমের শুভ উদ্ভোধন ঘোষনা করেন।

Citizen's Voice