কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়নে সমন্বয় সভা

কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়নে সমন্বয় সভা

  • May 23, 2023
  • netrokona
কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়নে সমন্বয় সভা

কান্দিউড়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদ ভবনে মে ২৩, ২০২৩  ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়নে সমন্বয় সভা অনুষ্ঠিত হয় ।       
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মাহাবুব আলম,চেয়ারম্যান কান্দিউড়া ইউনিয়ন। সভাপতির দায়িত্ব পালন করেন মো: রহিছ উদ্দিন মাস্টার উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম কেন্দুয়া। স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রকল্প ব্যবস্থাপক জনাব কোহিনূর বেগম এবং চয়ন সরকার প্রকল্প সমন্বয়কারী। সি এইচ সি পি,এফ ডাবলিও ভি, এফ ডাবলিও এ, ইউপি  সদস্য,আরো উপস্থিত ছিলেন এলাকার  কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যরা ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ।
সঞ্চালনার দায়িত্ব পালন করেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রকল্প সমন্বয়কারী চয়ন সরকার। ধারণা পত্র পাঠ করেন ঝর্ণা জাহান স্বাবলম্বী উন্নয়ন সমিতির কমিউনিটি মবিলাইজার।
বাংলাদেশ হেলথ ওয়াচ ও এর রিজিওনাল চ্যাপ্টার সম্পর্কে ধারণা প্রদান করেন। স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রকল্প ব্যবস্থাপক জনাব কোহিনূর বেগম। কান্দিউড়া ইউনিয়নের দিঘলকুশা কমিউনিটি ক্লিনিক এবং কুন্ডলী কমিউনিটিকের সিএইচ সিপি রিপন চৌধুরী বলেন কমিউনিটি ক্লিনিক গুলোতে নিরাপদ খাবার পানির ব্যবস্থা নাই,অবকাঠামোর অবস্থা জরাজির্ণ,টয়লেটের ব্যবস্থা নাই,বিদুৎ নাই,জনগনের তুলনায় মেডিসিন সল্পতা ইত্যাদি।
ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুর রহিম বলেন,কর্তব্যরত কর্মীদের ক্লিনিক গুলোতে সঠিক সময়মত পাওয়া যায় না। পরিবার কল্যান সহকারীও তার কর্মক্ষেত্রে অনিয়মিত। এছাড়া কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা কমিটির সভাও অনিয়মিত।

ফারহানা ইয়াসমিন,সেকমো তেতুলিয়া হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক গুলোতে নিরাপদ খাবার পানির ব্যবস্থা নাই,অবকাঠামোর অবস্থা জরাজির্ণ,টয়লেটের ব্যবস্থা নাই,বিদুৎ নাই,জনগনের তুলনায় মেডিসিন সল্পতা ইত্যাদিও কথা তুলে ধরেন।
সুরাইয়া আক্তার,যুব ফোরামের সদস্য কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়নের জন্য আমরা সব সময় ক্লিনিক পরিদর্শন করব।
আজিজুল ইসলাম উপজেলা স্বাস্থ্য ফোরামের সদস্য সেবার মানোন্নয়নের জন্য ক্লিনিক গুলোতে কোন সুবিধাই নাই।

শাহিনুর রহমান স্বাস্থ্য পরিদর্শক, সব ক্লিনিকেই পানির অভাব রয়েছে,বিদ্যুৎ নাই,অবকাঠামোর অবস্থা ভাল না।এক জন স্বাস্থ্য কর্মী কোন ট্রেনিংয়ে গেলে সেই জায়গায় অন্য কর্মীও ব্যবস্থা করা যায় না।
মো: মাহাবুব আলম,চেয়ারম্যান কান্দিউড়া ইউনিয়ন,তিনি বলেন প্রত্যেক কমিউনিটি ক্লিনিকে নিরাপদ পানির ব্যবস্থ্যা,সৌরবিদুৎ এর ব্যবস্থা এবং টয়লেট নিশ্চিত করবেন বলে সকলকেই জানান।

Citizen's Voice