নেত্রকোণা জেলা সদর হাসপাতার কর্তৃপক্ষের সাথে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব ফোরামের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোণা জেলা সদর হাসপাতার কর্তৃপক্ষের সাথে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব ফোরামের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • April 4, 2023
  • netrokona
নেত্রকোণা জেলা সদর হাসপাতার কর্তৃপক্ষের সাথে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব ফোরামের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গত ০৪ এপ্রিল ২০২৩,জেলা সদর হাসপাতাল অডিটোরিয়ামে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে  মতবিনিময় সভার আয়োজন করে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক  ডাঃ এ এস এম মাহবুরুর রহমান , বিশেষ অতিথি হিসেবে আরএমও ডাঃ মোহাম্মদ একরামুল হাসান। 
জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মতীন্দ্র সরকার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য মোস্তাফিজুর রহমান মাঠ পর্যায়ের গবেষণালব্ধ ফলাফল তুলে ধরেন। গবেষণালব্দ ফলাফলের উপর আলোচনায় জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্য পার্থ প্রতিম সরকার হাসপাতালের পরিছন্নতা কর্মসূচীতে যুব ফোরামের সদস্যদের স্বেচ্ছাব্রতীতা আগ্রহ প্রকাশ করলে তত্ত্বাবধায়ক আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি হাসপাতাল পর্যবেক্ষণের মডেলটি সূচারুভাবে সম্পন্ন করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। 

প্রধান অতিথি তার বক্তেব্যে বলেন - হাসপাতালের সীমিত সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বাস্থ্য অধিকার ফোরামের প্রত্যক্ষ সহযোগিতা যদি বজায় থাকে তবে তা নেত্রকোণার বাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে অগ্রনী ভুমিকা হয়ে থাকবে। বিশেষ অতিথি তার বক্তব্যে মেডিকেল রিপ্রেজেনটেটিভদের ব্যবস্থাপনা ও দালালদের দৌরাত্ন কমানোর জন্য যথাযথ পদক্ষেপ নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। 

বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগাম ম্যানেজার রাজেশ কুমার অধিকারী, প্রোগাম অফিসার আবু তৈয়ব সহ উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন স্বপন পাল,  জেলা স্বাস্থ্য যুব অধিকার ফোরামের দিবস সরকার অরুপ,প্রণয় দেবনাথ,অনাবিলা সহ অন্যান্য। 

প্রতিবেদক-
নাম- অনাবিলা সরকার 
পদবী- সদস্য, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম, নেত্রকোনা

Citizen's Voice