নেত্রকোনায় অনুষ্ঠিত হলো দুইদিনব্যাপী জীবনদক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ

নেত্রকোনায় অনুষ্ঠিত হলো দুইদিনব্যাপী জীবনদক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ

  • June 5, 2023
  • netrokona
নেত্রকোনায় অনুষ্ঠিত হলো দুইদিনব্যাপী জীবনদক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ

স্বাস্থ্য অধিকার যুব ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করার প্রয়াসে এবং জীবনদক্ষতা বৃদ্ধির প্রয়াসে আজ নেত্রকোনা সাস ড্রিম সেন্টারে অনুষ্ঠিত হলো জীবনদক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ । 

৫-৬ই জুন ২০২৩ এই দুদিনব্যাপী জীবনদক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয় স্বাবলম্বী উন্নয়ন সমিতি (সাস) ড্রিম সেন্টারে।বাংলাদেশ হেলথ ওয়াচ এর  সহযোগিতায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে জেলা-উপজেলার স্বাস্থ্য অধিকার যুব ফোরামের  ২০জন  সদস্য অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন  ডা. ইসমত আরা হেনা ও নাদিরা খানম। 

সাস এর কর্মকর্তা  কোহিনুর বেগমের সঞ্চালনায় উক্ত প্রশিক্ষনের উদ্বোধন করেন সাস এর প্রকল্প পরিচালক স্বপন পাল।  এছাড়া উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগাম ম্যানেজার রাজেশ কুমার অধিকারীসহ প্রমুখ।
জীবনদক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ এর উদ্দেশ্য ছিল মানসিক চাপ কমানোর প্রক্রিয়া নিয়ে।আবেগসহ অন্যান্য সমস্যাবলি মোকাবিলা করে জীবনদক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা।ইতিবাচক ও নেতিবাচক চিন্তাভাবনা নির্ণয় করা।ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা । আত্মমর্যাদাবোধ স্থাপন ও বিশ্লেষণমূলক চিন্তাভাবনা করা এবং আত্মবিশ্বাস গড়ে তুলা। এছাড়াও দৃঢ়তা,সহমর্মিতা প্রভৃতির ব্যাপারে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে গান,আবৃত্তির মাধ্যমে আনন্দঘন  প্রশিক্ষণ পর্ব শেষ হয়।

Citizen's Voice