সাস ড্রিম সেন্টারে অনুষ্ঠিত হলো জেলা স্বাস্থ্য যুব অধিকার ফোরামের কর্মপরিকল্পনা সভা

সাস ড্রিম সেন্টারে অনুষ্ঠিত হলো জেলা স্বাস্থ্য যুব অধিকার ফোরামের কর্মপরিকল্পনা সভা

  • April 4, 2023
  • netrokona
সাস ড্রিম সেন্টারে অনুষ্ঠিত হলো জেলা স্বাস্থ্য যুব অধিকার ফোরামের কর্মপরিকল্পনা সভা

২০২৩ সালের বার্ষিক কর্মপরিকল্পনা ও স্বাস্থ্য অধিকার যুব ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্যে ঠিক করার প্রয়াসে গত ৪ এপ্রিল ২০২৩ মঙ্গলবার সাস ড্রিম সেন্টারে অনুষ্ঠিত হলো কর্মপরিকল্পনা সভা। 
সাস এর ফোকাল পারসন খালেদ এহতেশামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে যুব ফোরামের সদস্যদের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগাম অফিসার আবু তৈয়ব।  এছাড়া প্রোগাম ম্যানেজার রাজেশ কুমার অধিকারী হাসপাতাল পর্যবেক্ষণের মডেলটি বিশদ ব্যাখা করেন, এবং এই মডেল টি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার যুব ফোরামের সদস্যদের ভিতর গুচ্ছ টিম গঠন করা হয়। 

যুব ফোরামের সদস্য পার্থ প্রতিম সরকার ক্যাম্পেইন প্রোগামগুলো আরো অর্থবহ করে তুলতে ও হাসপাতাল এলাকায় সেবার মান নিশ্চিতে বিভিন্ন পরিকল্পনার কথা জানান। যুব ফোরামের সদস্য প্রণয় দেবনাথ নতুন অন্তর্ভুক্ত সদস্যদের নামসমূহন উত্থাপন করেন। এ সময় সর্বসম্মতিক্রমে নতুন সদস্যদের কার্যাবলী সম্পর্কে সম্যক ধারণা প্রদানের জন্য একটি অনলাইন মিটিং এর প্রস্তাব পাশ হয়। 

কর্মপরিকল্পনা সভায় জুম প্ল্যাটফর্মের মাধ্যমে সিটিজেন ভয়েস মাধ্যমটির যথাযথ ব্যবহার সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন বাংলাদেশ হেলথ ওয়াচের মিডিয়া এন্ড কমিউনিকেশন দল। 
জেলা স্বাস্থ্য যুব অধিকার ফোরামের সর্বমোট ২১ জন সদস্য উক্ত সভায় আগামী ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাথে একাত্না ঘোষণা করেন৷ 

প্রতিবেদক-
নাম- অনাবিলা সরকার 
পদবী- সদস্য, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম, নেত্রকোনা

Citizen's Voice