শ্রীপুর কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়নে বহুপাক্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

শ্রীপুর কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়নে বহুপাক্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • April 16, 2023
  • sunamganj
শ্রীপুর কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়নে বহুপাক্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

গত ১৬ এপ্রিল ২০২৩ তারিখে বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে ও বেসরকারি সংস্থা ইরা ও বাংলাদেশ হেল্থ ওয়াচের সহযোগিতায় সুনামগজ্ঞের শ্রীপুর কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়নে ক্লিনিকের  ব্যবস্থাপনা কমিটি কমিউনিটি গ্রুপের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি গোলাপজান বিবির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি শাহজাহান চৌধুরী। বাংলাদেশ হেল্থওয়াচের প্রোগ্রাম ম্যাজেনার মো. মোরশেদ আলম সভাটি সঞ্চালনা করেন। 

জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ফোকাল পার্সন ফয়সল আহমদ, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের যুব সম্পাদক মো. সেরুজ্জামান, সাবেক ইউপি সদস্য পারুল আক্তার, সহকারি স্বাস্থ্য পরিদর্শক শিরিনা খাতুন, সিএইচসিপি নাছির উদ্দিন, কমিউনিটি গ্রæপের সদস্য ফজলুল হক, হেলথওয়াচের প্রোগ্রাম অফিসার আবু তৈয়ব,ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহযোগি ডা. লামিসা রহমান প্রমুখ। সভায় মূল সড়ক হতে ক্লিনিক পর্যন্ত মাটির রাস্তা সংস্কার, বিদ্যুত সংযোগ পুনঃস্থাপন ও ক্লিনিকের ছাদ সংস্কারের বিষয়ে ইউনিয়ন পরিষদ ও সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে সহায়তা চাওয়া হয়। সিদ্ধান্ত হয় যে, পরবর্তী গ্রুপ সভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আনন্ত্রন জানানো হবে যাতে তিনি ক্লিনিকের সার্বিক অবস্থা সম্পর্কে জেনে বিদ্যমান সমস্যা সমাধানে উদ্যোগ নিতে পারেন। এছাড়া, স্বাস্থ্য অধিকার ফোরাম নেতৃবৃন্দ এ সমস্যাগুলো সমাধানে জেলা পর্যায়ের সরকারী প্রতিষ্ঠানসমূহের সাথে কথা বলবেন।

Citizen's Voice