‘সবার জন্য স্বাস্থ্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ এপ্রিল ২০২৩ তারিখে বিকেলে সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্ট থেকে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাছন নগরস্থ এ্যাফরট ফর রুরাল এডভান্সমেন্টস (ইরা)’র কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সংগঠনের সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রুনা শাহীন আরা লেইছ, এমদাদুল হক শাহজাহান, শাহাবুদ্দিন আহমেদ, নিগার সুলতানা কেয়া, অ্যাডভোকেট শাহাব উদ্দিন চৌধুরী,দেওয়ান তাছাদ্দুক রাজা ইমন, সালমা চৌধুরী, আলাল উদ্দিন প্রমুখ।
Citizen's Voice